
বিনা নোটিশে ৬ শিক্ষক ছাঁটাই, প্রতিবাদে স্কুলে তালা অভিভাবকদের
অনলাইন ডেস্ক, ৩ এপ্রিল, ২০২৫ : আগাম না জানিয়ে ও বিনা নোটিশ আচমকা ৬ জন শিক্ষক ছাঁটাই করেছে শ্রীশ্রী জ্ঞান মন্দির স্কুল। খোয়াই গৌরাঙ্গটিলায় অবস্থিত এই স্কুলটি দ্য আর্ট অফ লিভিং দ্বারা পরিচালিত এবং দীর্ঘ বছর পুরোনো এই স্কুলের বিরুদ্ধেই উঠলো শিক্ষক ছাঁটাই আর অভিযোগ। কয়েকদিন আগে স্কুলের ৬ জন শিক্ষককে কোন ধরনের নোটিশ বা আগাম কিছু না জানিয়ে জুম্ মিটিং করে মৌখিকভাবে তাদের ছাঁটাই করে দোওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ছাঁটাই হওয়া শিক্ষকরা। তারা বলেন স্কুল কর্তৃপক্ষের এই ধরণের ভূমিকায় তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। এদিকে ছাঁটাই হওয়া একজন