
ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিন ব্যাপী চিত্র অঙ্কন কর্মশালা
অনলাইন ডেস্ক, ২১ মে,২০২৫: বুধবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমি আগরতলা শাখার উদ্যোগে ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা ভারতের সঙ্গে ললিত কলা একাডেমির শিল্পীরাও দুই দিন ব্যাপী চিত্র অঙ্কন কর্মশালার আয়োজন করে। জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যুর পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রতি কঠোর জবাব দিয়েছে। তারা পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে বহু জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানকে উপযুক্ত প্রত্যাঘাত দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দুই দিন ব্যাপী এই চিত্র অঙ্কন কর্মশালার প্রায় ২৫ জন অঙ্কন শিল্পী অংশগ্রহন করে।