অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫: ৭৩তম বি এন মল্লিক মেমোরিয়াল পুলিশ ফুটবল চ্যাম্পিয়ানশিপের আজ নির্ধারিত ১৪টি খেলার মধ্যে সন্ধ্যা পর্যন্ত ১২ টি ম্যাচ শেষ হয়েছে। এর মধ্যে উমাকান্ত স্টেডিয়ামে মহিলা বিভাগে মণিপুর ৬-১ গোলে তামিলনাড়ুকে এবং ওড়িশা ৫-১ গোলে সিআরপিএফকে পরাজিত করেছে। উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে আজ পুরুষ বিভাগে দুটি খেলা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে মিজোরাম ৩-০ গোলে তামিলনাড়ুকে ও উত্তরপ্রদেশ ২-১ গোলে অরুণাচলপ্রদেশকে পরাজিত করে। জম্পুইজলায় আজ পুরুষ বিভাগে দুটি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিআইএসএফ ৪-১ গোলে দিল্লিকে ও আসাম ১০-০ গোলে লক্ষাদ্বীপকে পরাজিত করে। জিরানীয়ায় আজ পুরুষ বিভাগে তিনটি খেলা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে মধ্যপ্রদেশ ১-০ গোলে গুজরাটকে, কেরালা ৩-০ গোলে এসএসবিকে এবং সিকিম ২-০ গোলে আরপিএফকে পরাজিত করেছে। মোহনপুরের তুলাবাগানে পুরুষ বিভাগে আজ ৩টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ ২-০ গোলে উত্তরাখন্ডকে, আসাম রাইফেলস ৩-১ গোলে মণিপুরকে এবং মহারাষ্ট্র ১-০ গোলে ওড়িশাকে পরাজিত করে।